Design & Development Banner

About

আমাদের সম্পর্কে 

যেকোন আনন্দঘন মুহূর্তকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে প্রয়োজন একটি সুন্দর, আকর্ষণীয় এবং মনোরম পরিবেশ। একটি সুন্দর পরিবেশ দিতে পারে অসংখ্য স্মৃতি। সেই সব উদ্দেশ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে সিমেক এন্টারটেইনমেন্ট লিমিটেড। ঢাকার উত্তরাতে অবস্থিত এক নির্ভরযোগ্য সঙ্গী, যেখানে আপনি পাবেন আপনার প্রয়োজন সাপেক্ষে সকল প্রকার সুযোগ-সুবিধা।

সিমেক এন্টারটেইনমেন্ট লিমিটেড, সিমেক গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। উত্তরা এবং এর নিকটস্থ এলাকার মানুষের প্রয়োজন সাপেক্ষে উৎসবমুখর একটি সুন্দর, পরিপাটি ও আকর্ষণীয় পরিবেশ উপহার দেয়াই আমাদের মূল উদ্দেশ্য। আমরাই প্রথম যারা কর্পোরেট এবং সামাজিক অনুষ্ঠানকে মাথায় রেখে আমাদের ভেন্যুগুলোকে সাজিয়েছি। আমাদের রয়েছে নিজস্ব ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ক্যাটারিং ম্যানেজমেন্ট টিম, যারা  যেকোনো ধরনের অনুষ্ঠান সফলভাবে উপস্থাপন করতে এবং সব ধরনের খাবার তৈরিতে প্রস্তুত।

ইভেন্টের ভিন্নতার সাপেক্ষে আমরা আমাদের ভেন্যুগুলোকে বৈচিত্র্যপূর্ণভাবে সাজিয়েছি। আমাদের এখানে রয়েছে কর্পোরেট ইভেন্ট হল, যেখানে যেকোন ধরনের কর্পোরেট অনুষ্ঠান, মিটিং, ট্রেনিং, সেমিনারের আয়োজন করা হয়। পাশাপাশি রয়েছে পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানের জন্য কনভেনশন হল, যেখানে পারিবারিক অনুষ্ঠান, বিবাহ/আকদ/ বৌভাত সহ অন্যান্য সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও আমাদের কিছু হল রয়েছে যেখানে বিভিন্ন ধরনের এক্সিবিশন, মেলা বা প্রোডাক্ট লঞ্চিং এর আয়োজন করা হয়।

একটি সুন্দর, আকর্ষণীয় এবং স্বয়ংসম্পূর্ণ অনুষ্ঠানের নিশ্চয়তা পেতে আজই চলে আসুন সিমেক এন্টারটেইনমেন্ট লিমিটেডে। নান্দনিক পরিবেশে আপনার গুরুত্বপূর্ণ ও আনন্দদায়ক মুহূর্তগুলো স্মরণীয় করে তুলতে, সর্বদাই পাশে রয়েছি আমরা।

Our Mission Image
About Company Image

আমরা কোথায় অবস্থিত

হযরত শাহ-জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ৯ কি.মি. দূরত্বে, উত্তরা রূপায়ন হাউজিং সংলগ্ন, ১৬ নম্বর সেক্টর ব্লক-এফ এ অবস্থিত কমিউনিটি প্লাজার ১০০ থেকে ৫০০ মিটারের মধ্যে রয়েছে একাধিক জামে মসজিদ, আবাসিক হোটেল, এটিএম বুথ, ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ও বাস স্ট্যান্ড।

আমাদের রয়েছে

বিশেষ সুবিধা সমূহ

  • অত্যাধুনিক সুবিধাসম্পন্ন সুবিশাল হল রুম, ছোট থেকে বড় কনফারেন্স ও ট্রেনিং রুম।
  • সার্বক্ষণিক লিফট এর সুব্যবস্থা।
  • সার্বক্ষণিক জেনারেটরের সুব্যবস্থা।
  • সেন্ট্রাল অডিও সিস্টেম (ওয়্যারলেস মাইক্রোফোন)।
  • সেন্ট্রাল মিউজিক সিস্টেম।
  • মাল্টিমিডিয়া প্রজেক্টর (১২০”x ১২০”) পর্দা।
  • দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট (WiFi) সুবিধা।
  • লেকচার পডিয়াম।
  • কাস্টমাইজড স্টেজ ডেকোরেশন।
Our Mission Image
Our Vision Image

বুকিং চলছে

  • সেমিনার
  • কর্পোরেট মিটিং
  • কর্পোরেট ট্রেনিং
  • অরিয়েন্টেশন
  • কর্পোরেট ওয়ার্কশপ
  • এক্সিবিশন
  • প্রোডাক্ট লঞ্চিং
  • সামাজিক অনুষ্ঠান
    • - জন্মদিন
    • - বিবাহ বার্ষিকী
    • - আকদ্/এনগেজমেন্ট অনুষ্ঠান
    • - যে কোন ধরনের পারিবারিক অনুষ্ঠান

খাবার সুবিধা সমূহ

  • চাহিদা অনুযায়ী ক্যাটারিং সার্ভিস
  • বাফেট (লাঞ্চ/ডিনার)
Our Mission Image